প্রদীপ মজুমদার: কুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়ন কমপ্লেক্সে ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগকে সুসংগঠিত ও সুশৃঙ্খল করার লক্ষ্যে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলী হোসেনের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আয়াত উল্যাহ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হামিদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও অর্থমন্ত্রীর একান্ত সহকারী সচিব কে এম সিংহ রতন, স্থানীয় চেয়ারম্যান আবুল বাশার, সহ- সভাপতি কামাল হোসেন মজুমদার দুলাল, মীর হোসেন। বর্ধিত সভায় ইউনিয়নের সকল ওয়ার্ডের নেতৃবৃন্দ তাদের বক্তব্যে কাউন্সিলের মাধ্যমে দলের জন্য ত্যাগী ও নিবেদিত নেতা তৈরির জন্য আশাবাদ ব্যক্ত।
আমন্ত্রিত অতিথিবৃন্দ অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি’র নেতৃত্বে দলকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার অনুরোধ করেন।