স্টাফ রিপোর্টার: ২১ নভেম্বর বৃহস্পতিবার লাকসাম পূর্ব ইউনিয়নের নরপাটি ইউনিয়নের গাইনের ডহরা মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওই এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী ও দানবীর আলহাজ্ব এনামুল কবির খান পিন্টু। আলহাজ্ব তাজুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী অহিদুর রহমান। মাহফিলে প্রধান ওয়ায়েজীন ছিলেন আলহাজ্ব হযরত মাওলানা মোঃ সাইফুল্লাহ মনির। বিশেষ ওয়ায়েজীন ছিলেন আলহাজ্ব হযরত মাওলানা নুরুল আমিন, হযরত মাওলানা মীর মোঃ আবদুল ওয়াদুদ, হযরত মাওলানা রফিকুল্লাহ মুহিব্বি। মাহফিলে বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন।