কেফায়েত উল্লাহ মিয়াজী: কুমিল্লার নাঙ্গলকোটের দৌলখাঁড় ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার স্থানীয় উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক আবুল কাশেম। প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি রফিকুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু ইউসুফ, নাঙ্গলকোট পৌর আওয়ামী লীগ সভাপতি ও সাবেক মেয়র মনিরুজ্জামান খাঁন, উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি শাহজাহান ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগ সদস্য ও ঢালুয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হাছান ভূঁইয়া বাছির, দৌলখাঁড় ইউপি চেয়ারম্যান আবুল কালাম ভূঁইয়া, উপজেলা অাওয়ামী লীগ দপ্তর সম্পাদক শাহ্ খোরশেদ অালম মজুমদার, দৌলখাঁড় ইউনিয়ন যুবলীগ সভাপতি অাবুল হাশেম ভূঁইয়া মানিক, দৌলখাঁড় ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি রুবেল মোল্লা।
সম্মেলনে কাউন্সিলরদের প্রকাশ্য ভোটে দৌলখাঁড় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি পদে সৈয়দ সাইফুর রহমান বাবলু ও সাধারণ সম্পাদক পদে সাবেক মেম্বার জামাল উদ্দিন ভূঁইয়া নির্বাচিত হয়।