মো. দুলাল মিয়া: কুমিল্লার নাঙ্গলকোটে আপন বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের জায়গা জোরপূর্বক দখল করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে পেরিয়া ইউপির বড় সাঙ্গীশ্বর গ্রামে।
থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সাঙ্গিশ্বর গ্রামের মৃত. আলী হায়দার মজুমদারের ছেলে ইলিয়াস হোসেন মজুমদার তার আপন ছোট ভাই আব্দুল মোতালেব মজুমদারে বিদেশ থাকা অবস্থায় ৭০ শতক জায়গা জালিয়াতি করে ইলিয়াস মিয়া। এছাড়া ও ইলিয়াস গংদের হামলার শিকার হতে হয় তাকে।গত কয়েক দিন আগে আ: মোতালেব তার নিজস্ব জায়গা একই গ্রামের তোফায়েল মাহমুদ ভূঁইয়া বাহারের কাছে এক শতক জায়গা বিক্রি করে। জায়গা বিক্রি করার পর থেকে ইলিয়াস, তার ছেলে শাকিল গংরা মোতালেবকে প্রান নাশের হুমকি ধমকি দিচ্ছে। তা ছাড়াও ইলিয়াস গংদের সন্ত্রাসী হামলার স্কিকার হয়েছে স্থানীয় এক সাংবাদিক। এই বিষয়ে ইলিয়াসের বিরুদ্ধে থানায় একাধিক লিখিত অভিযোগ দেয়া হয়েছে।