মো. দুলাল মিয়া: কুমিল্লার নাঙ্গলকোটে কৃষি অধিদপ্তরের আয়েজনে চলতি রবি মৌসুমে গম, ভূট্টা, সরিষা ও পরবর্তী খরিফ মৌসুমে গ্রীষ্মকালিন মুগ, তিল উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ করা হয়েছে।
গতকাল বুধবার উপজেলা হলরুমে ১৬টি ইউপি ও একটি পৌরসভার ৮৫০ জন কৃষকের মাঝে এক অনুষ্ঠানের মাধ্যমে এ প্রণোদনা বিতরণ করেন।
অনুষ্ঠানের উপজেলা নির্বাহী অফিসার লামইয়া সাইফুলের সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান সামছুদ্দিন কালু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর মেয়র আব্দুল মালেক, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউছুপ ভূঁইয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য আবু বক্কর সিদ্দিক আবু, ইউপি চেয়ারম্যান শাহাজাহান মজুমদার, কৃষি উপসহকারী জোনাইদ ও মোস্তাফিজ প্রমূখ।