আবদুর রহিম: বুধবার মনোহরগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তন কুমিল্লা জেলা তথ্য অফিসের উদ্যোগে সচেতনতামুলক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার মীর হোসেন আহসানুল কবির। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ীলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য মাষ্টার আবদুল কাউয়ুম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা কুসুম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নিসর্গ মেরাজ চৌধুরী, মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল আজিজ, মনোহরগঞ্জ প্রেস ক্লাবের আহবায়ক আবদুর রহিম, নীলকান্ত ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবু জ্জামান খান, মনোহরগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবদুল মতিন, জেলা তথ্য সহকারি অফিসার মৃদুল চৌধুরী কনক, অফিস সহকারী আরিফ হোসেন, মোঃ আবুল বাশার প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষিকা, সাংবাদিক রাজনৈতিক ব্যক্তিত্ব সহ বিভিন্ন পেশার লোক উপস্থিত ছিলেন।
বক্তারা স্যানিটেশন, পরিবেশ, জন্ম নিবন্ধন, মা ও শিশু স্বাস্থ্য পরিচর্যা, নিরাপদ মাতৃত্ব, যৌতুক বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ে ওরিয়েন্টেশন কর্মশালায় বক্তব্য রাখেন।