কেফায়েত উল্লাহ মিয়াজী: কুমিল্লার নাঙ্গলকোটে স্টুডেন্ট এসোসিয়েশন পরিকোটের বৃত্তি পরীক্ষা বৃহস্পতিবার উপজেলার বাঙ্গড্ডা এলাকার স্থানীয় একটি বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। বৃত্তি পরীক্ষায় ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের ২০০ শিক্ষার্থী অংশ গ্রহণ করেন। পরীক্ষা কেন্দ্র পরির্দশন করেন এসোসিয়েশন সভাপতি ইউনুস মিয়া, সহসভাপতি আল আমিন হৃদয়, জোবায়ের হোসেন, সাধারণ সম্পাদক নাজমুল মোল্লা, ইক্বরা ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক এবিএম আবুল কাশেম, এডুকেয়ার রেসিডেন্সিয়াল স্কুলের প্রধান শিক্ষক মো: ইস্্রাফিল , নাঙ্গলকোট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন দুলাল, সাংবাদিক কেফায়েত উল্লা মিয়াজী, কবি আফজাল হোসাইন মিয়াজী প্রমূখ। পরীক্ষা নিয়ন্ত্রক ছিলেন ডা: নাহিদ ও কেন্দ্র সচিব ছিলেন ইউনুস আহমেদ। আগামী ডিসেম্বর বৃত্তির ফলাফল ঘোষণার মাধ্যমে উত্তীর্ণ শিক্ষার্থীদের নগদ অর্থ, সনদ ও ক্রেস্ট প্রদান করা হবে।