কেফায়েত উল্লাহ মিয়াজী: নাঙ্গলকোটের হেসাখাল ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন বৃহস্পতিবার বিকেলে দায়েমছাতি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ইউনিয়ন আওয়ামীলীগ অাহবায়ক মাস্টার আব্দুল বাতেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সামছুদ্দিন কালু। প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু ইউসুফ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি অধ্যক্ষ ছাদেক হোসেন ভূঁইয়া, আবুল খায়ের আবু, যুগ্ম-সম্পাদক নুরুল্লাহ মজুমদার, হেসাখাল ইউপি চেয়ারম্যান জালাল আহাম্মদ ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগ দপ্তর সম্পাদক শাহ্ খোরশেদ আলম, কেন্দ্রীয় প্রচারলীগের সাংগঠনিক সম্পাদক মজিবুল হক বাদল, প্রভাষক ইকবাল বাহার, আবুল কালাম খাজা ও মোতালেব হোসেন প্রমূখ।