এম.এ মান্নান: কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলা ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে উভয় পক্ষের হামলায় ইউপি মেম্বারসহ ৫ জন আহত হয়েছে বলে অভিযোগ উঠেছে।
গত বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টায় দিকে উপজেলার মৈশাতুয়া ইউনিয়নের আমতলী বাজারে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে পল্লী বিদ্যুৎতের লাইন দিয়ে ব্যাডমিন্টন খেলত এলাকার তরুণ ছেলেরা। ঐ দিন রাতে স্হানীয় কামাল হোসেন ব্যাডমিন্টন খেলায় বাঁধা দেয় আর এই খেলাকে কেন্দ্র করে ইউপি সদস্যের লিটন অনুপস্থিতে তাকে গালাগালি করে। পরে ইউপি সদস্য এ বিষয়ে জানতে চাইলে তার উপর এ হামলার চালায়,এসময় মেম্বারে পরিবারের লোকজন এগিয়ে আসলে তাদেরকে পিটিয়ে আহত করে। দুই পক্ষের মধ্যে লাঠি, রট নিয়ে সংঘর্ষ শুরু হয় এতে উভয় মধ্যে ৬ জন আহত হয়। খবর শুনে স্হানীয়রা আহতদেরকে হাসপাতালে ভর্তি করেন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্তলে এসে নিয়ন্তনে আনেন।
ইউপি মেম্বার লিটন বলেন, ‘পল্লী বিদ্যুৎতের লাইন দিয়ে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে আমার ওপর অতর্কিত হামলা চালানো হয়। এ সময় বাঁধা দিতে আসলে আমার মা, ভাবী ও তার ছেলের উপরও হামলা চালায় তারা।’
তিনি আরো বলেন, ‘কোনো প্রকার উস্কানি ছাড়াই রাতের অন্ধকারে কামাল তার ছেলে স্বপন ও রনি, আমার উপর এ হামলা চালায়। তাদের সাথে যুক্ত হয় দুলাল ও শফিক নামের আরো দুই যুবক। এছাড়াও আরো কয়েকজন ছিল অন্ধকারে তাদের চেনা যায়নি।’
কামাল এলাকায় বিভিন্ন অপকর্মে লিপ্ত হতেন, আর এসব অপকর্মের বিরোধিতা করার কারণেই আজ আমার উপর এ হামলা চালনো হয়।
ইউপি চেয়ারম্যান মোস্তফা কামালের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। সামান্য ব্যাডমিন্ট খেলাকে কেন্দ্র করে এ হতাহতের ঘটনা। এতে দুই পক্ষের লোকজনই আহত হয়েছে। বিষয়টি আমরা এমপি মহদয়কে জানিয়েছি, তিনি আহতদের চিকিৎসা নিতে বলেছেন।’
মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ উদ্দিন ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ খবর জানা মাত্রই আমরা পুলিশ পাঠিয়েছি। তবে এখনো কারো কোনো লিখিত অভিযোগ আমরা পাইনি।’