স্টাফ রিপোর্টার: ‘এসো মনের দরজা খুলি, এসো এক হয়ে আলো জ্বালি’- এ স্লোগান নিয়ে কুমিল্লার নাঙ্গলকোটে শীতার্ত প্রতিবন্ধি পরিবারকে ব্যতিক্রমী শীথ উপহার দিয়েছে ‘উন্মুক্ত আলো’ নামক একটি সামাজিক সংগঠন। গতকাল সোমবার উপজেলার বিরুলী গ্রামের একঝাঁক কলেজ পড়–য়া শিক্ষার্থীরা ওই সংগঠনের ব্যানারে অসহায় আবুল কালামের পরিবারের দুই প্রতিবন্ধি কন্যা রিয়া (১০) ও সীমার (৮) শীত নিবারনের জন্য খাট, লেপ, তোশক, কম্বল, বালিশ, মশারী ও শীত বস্ত্র প্রদান করেছে। ব্যতিক্রমী এ উপহার পেয়ে খুশি প্রতিবন্ধি রিয়া ও সীমা সহ তাদের পরিবারের সদস্যরা।
এসময় উপস্থিত ছিলেন, উন্মুক্ত আলো সংগঠনের প্রধান উপদেষ্টা হাজী মিজানুর রহমান ভূঁইয়া, উপদেষ্টা নাছির উদ্দিন, সভাপতি হোসনা আক্তার, সহসভাপতি দ্বীন ইসলাম, সাধারণ সম্পাদক মমতাজ বেগম, যুগ্ম সম্পাদক আবিদ ভূঁইয়া, সদস্য মেহেদি হাসান, জান্নাতুল ফেরদাউস, জুয়েল রানা, উজ্জ্বল প্রমূখ।