মাসুদুর রহমান: লাকসাম পৌরসভার ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ আবুল খায়েরের ২য় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার এশার নামাজের পর গুন্তি দক্ষিণ পাড়া জামে মসজিদে মিলাদ-মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়।
মরহুম আবুল খায়েরের ছেলে উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য হারুনুর রশিদের আয়োজনে মিলাদ মাহফিল ও দোয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পৌর ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মকবুল আহমেদ, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, সহ-সভাপতি হুমায়ুন কবির রতন, মোস্তফা মিয়া, সাংগঠনিক সম্পাদক আবুল বাশার, ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খোকন, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন তুহিন, আওয়ামী লীগ নেতা অহিদ মিয়া, যুবলীগ নেতা রুবেল হোসেন, নাসির উদ্দিন, শহিদুল ইসলাম সহ স্থানীয় মুসল্লিরা। মিলাদ-মাহফিল পরিচালনা করেন দৌলতগঞ্জ স্টেশন জামে মসজিদের খতিব মাওলানা মোঃ জাকির হোসেন।
উল্লেখ্য, ২০১৭ সালের ২৩ নভেম্বর কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বাগমারা এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত হন আবুল খায়ের। ২ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ^াস ত্যাগ করেন। তিনি আমরণ লাকসাম পৌর আওয়ামীলীগের সদস্য এবং মৃত্যু পূর্ববর্তী ৫ বছর পৌর ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। জীবদ্দশায় বহুবার হামলা-মামলার শিকার হয়েও আওয়ামী রাজনীতি থেকে পিছু হটেননি তিনি। যাবতীয় আন্দোলন সংগ্রামে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। রাজনীতির পাশাপাশি সামাজিক কর্মকান্ডে তার অনস্বীকার্য অবদান রয়েছে। স্থানীয় মসজিদ, মাদ্রাসা, স্কুল, মক্তবসহ বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়ন এবং হতদরিদ্র মানুষের সমস্যা দূরীকরণে তিনি সার্বিক সহায়তা করতেন।