স্টাফ রিপোর্টার: নাঙ্গলকোট উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রফিকুল হোসেন ও সাধারণ সম্পাদক আলহাজ্ব অধ্যক্ষ আবু ইউছুফ গত ২ ডিসেম্বর সোমবার ১নং বাঙ্গড্ডা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হিসেবে আলহাজ্ব আবদুর রশিদ মজুমদার ও সাধারণ সম্পাদক হিসেবে প্রফেসর পেয়ার আহম্মদের নাম ঘোষণা করে ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন। ইউনিয়ন আওয়ামীলীগের কমিটি ঘোষণা উপলক্ষে উৎসুক নেতা-কর্মীরা গত সোমবার বিকেলে স্থানীয় বাঙ্গড্ডা বাজারে দলীয় নেতা-কর্মী, ব্যবসায়ী ও সাধাণ জনগনের মাঝে মিষ্টি বিতরণ করেন। উল্লেখ্য গত ৯ নভেম্বর শনিবার বাঙ্গড্ডা ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের ব্যাপক উপস্থিতিতে বাঙ্গড্ডা ফাজিল মাদ্রাসা মাঠে ইউনিয়ন আওয়ামীলীগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।