স্টাফ রিপোর্টার: লাকসামে দুর্বৃত্তরা একটি পুকুরে বিষ প্রয়োগ করেছে। বিষ প্রয়োগে প্রায় ২ লাখ টাকার মাছ মারা গেছে। মঙ্গলবার দিবাগত রাতে পশ্চিমগাঁও গাজি সাহেবের মাজারের পশ্চিম পাশে শাকিল আহমেদের নিজ মালিকানাধিন পুকুরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে লাকসাম থানা পুলিশের এস.আই কামাল ঘটনাস্থল পরিদর্শন করেন।
এলাকাবাসী সূত্র জানায়, ওইদিন রাতে লাকসাম পৌর শহরের পশ্চিমগাঁও সাকিনস্থ গাজি সাহেবের মাজারের পশ্চিম পাশের মোঃ শাকিল আহমেদের চাষকৃত পুকুরে কোন এক সময় দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে প্রায় ২ লাখ টাকার মাছ নিধন করে। সকালে সব মাছ মরে ভেসে ওঠলে এলাকার লোকজন তা ধরে নিয়ে যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি জানতে পারে মাছ চাষি শাকিল আহমেদ।
মৎস্য চাষি শাকিল জানান, ‘এত বড় সর্বনাশ কে করল আল্লাহই ভালো জানেন। আমি পথে বসে গেলাম।’ এক সপ্তাহ পর মাছগুলো বিক্রি করলে সব টাকা উঠে আসত। শত্রুতাবশত কেউ এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করেন তিনি।
এ ঘটনায় বুধবার সকালে মৎস্য চাষি শাকিল আহমেদ বাদী অজ্ঞাতনামা দুর্বৃত্তদের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।