ফারুক আল শারাহ: আজ শুক্রবার লাকসামে প্রায় ৪১ কোটি টাকা ব্যয়ে দু’টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি। জনগুরুত্বপূর্ণ দুই উন্নয়নকে ঘিরে সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে।
জানা যায়, আজ ৬ ডিসেম্বর শুক্রবার ২৮ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে লাকসামে অত্যাধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ ‘বঙ্গবন্ধু পৌর অডিটরিয়াম’ এবং ১২ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে ‘লাকসাম মডেল মসজিদ’ উদ্বোধন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি। এসব কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীকে স্বাগত জানাতে সর্বস্তরের নেতা-কর্মীরা ব্যানার, পেস্টুন লাগিয়েছেন।