ফারুক আল শারাহ: জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে কুমিল্লার লাকসামকে বর্ণিল সাজে সাজানো হয়েছে। আজ ৭ ডিসেম্বর শনিবার বিকেলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি লাকসাম ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর শুভ উদ্বোধন করবেন। এ লক্ষ্যে কুমিল্লা জেলা ও লাকসাম উপজেলা প্রশাসনের উদ্যোগে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর।
বর্ণিল সাজে সাজানো হয়েছে লাকসাম স্টেডিয়ামকে। জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টকে ঘিরে কুমিল্লার দাউদকান্দি থেকে লাকসাম পর্যন্ত মহাসড়কের পাশে বিপুল পরিমাণে সাইনবোর্ড, ব্যানার ও পেস্টুন লাগানো হয়েছে। সর্বত্রই বয়ে যাচ্ছে উৎসবের আমেজ।