শাহ নুরুল আলম: ‘শিক্ষার্থীর মেধা ও মনন বিকাশে আমাদের লক্ষ্য’- এ স্লোগানে শিক্ষা ও সমাজ উন্নয়নমুলক সংগঠন শহীদ লিয়াকত স্মৃতি সংসদ লাকসাম জোনের উদ্যোগে ২৫ ডিসেম্বর বুধবার ঐতিহ্যবাহী শিক্ষাপীঠ লাকসাম নবাব ফয়জুন্নেছা ও বদরুন্নেছা যুক্ত উচ্চ বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় লাকসাম উপজেলার ১৪টি স্কুলের মোট ৪’শ শিক্ষার্থী অংশগ্রহণ করে।
বৃত্তি পরীক্ষায় পরিদর্শন করেন ইসলামিক ফ্রন্ট কুমিল্লা জেলা শাখার সভাপতি আলহাজ¦ মীর মোঃ আবু বাকার, লাকসাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এড. মো. রফিকুল ইসলাম হিরা, শহীদ লিয়াকত স্মৃতি সংসদের কেন্দ্রীয় উপদেষ্টা এড. আবু নাসের তালুকদার, নবাব ফয়জুন্নেছা ও বদরুন্নেছা যুক্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেন হেলাল, সহকারী প্রধান শিক্ষক মুনির আহমেদ, ইসলামীক ফ্রন্ট লাকসাম উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মহিন উদ্দিন, মোঃ ইমরান ভূঁইয়া, শিক্ষক মোসলেহ উদ্দিন নোমান, মোঃ রমিজ উদ্দিন।
পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে ছিলেন শহীদ লিয়াকত স্মৃতি সংসদ লাকসামে জোনের সমন্বয়ক এইচএম আলাউদ্দিন, সচিব মোঃ মোবারক হোসেন তুহিন, সদস্য যথাক্রমে মোঃ ইকবাল, মোঃ তুষার ও মুজাহিদসহ শহীদ লিয়াকত স্মৃতি সংসদ লাকসাম জোনের অন্যান্য নেতৃবৃন্দ।