কেফায়েত উল্লাহ মিয়াজী: নাঙ্গলকোটে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য বরাদ্দকৃত সরকারের বিনামূল্যের পাঠ্য বই বিতরণে নগদ টাকা আদায়ের অভিযোগ উঠেছে।
অভিযোগ রয়েছে, উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য বরাদ্দকৃত সরকারের বিনামূল্যের পাঠ্য বই বিতরণকালে বেশ কয়েকটি স্কুল থেকে ৫০০ টাকা হারে আদায় করা হয়েছে।
উপজেলা সহকারি শিক্ষা অফিসার হোসেন আহম্মেদ জানান, ৫০০ টাকা হারে আদায়ের বিষয়টি সঠিক নয়। দিনব্যাপী পাঁচ জন পিয়ন দিয়ে বই বিতরণ করে তাদের পারিশ্রমিক ও দুপুরের খাবার বাবদ স্কুল প্রতি দুইশত টাকা করে আদায় করেছি।
শিশু নিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুল হক বলেন, যারা অনলাইনে বইয়ের তালিকা দেননি, তারা ৫০০ টাকা করে প্রদান করেছেন। বিষয়টি নিয়ে উপজেলাব্যাপী হৈ-চৈ চলছে।
নাঙ্গলকোট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আল আমিন জানান, বই বিতরণে আমি উপস্থিত ছিলাম না।
এ ব্যাপারে জেলা প্রথমিক শিক্ষা অফিসার আব্দুল মান্নান বলেন, বই বিতরণে কোন লেনদেনের সুযোগ নেই। কেউ এর সাথে জড়িত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তিনি প্রাথমিক শিক্ষায় স্বচ্ছতা আনার লক্ষ্যে সকলের সহযোগিতা চান।