স্টাফ রিপোর্টার: কুমিল্লার লাকসামে এক প্যারামেডিক্যাল কলেজ ছাত্রীকে ধর্ষণ চেষ্টা করেছে আল আমিন (১৮) নামক এক লম্পট। ওই ছাত্রীর চিৎকার শুনে স্থাণীয়রা তাকে উদ্ধার করলেও অভিযুক্ত ধর্ষক কৌশলে পালিয়ে যায়। লম্পট আল আমিন গাজীপুর গ্রামের অহিদ মিয়ার ছেলে। মিতালী (ছদ্মনাম) নামের ওই ছাত্রী কুমিল্লা কোটবাড়ি প্যারামেডিক্যাল কলেজের শিক্ষার্থী।
ওই ছাত্রীর স্বজনদের অভিযোগ সূত্রে জানা যায়, লাকসাম উপজেলার বাকই দক্ষিণ ইউনিয়নের তারাপুর গ্রামের ওই কলেজ ছাত্রী প্রতিদিনের ন্যায় আজ শনিবার (২৮ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে কুমিল্লা কোটবাড়ি প্যারামেডিক্যাল কলেজে যায়। ক্লাশ শেষে সন্ধ্যা ৬টায় কুমিল্লা-চাঁদপুর সড়ক দিয়ে সিএনজিযোগে এসে বাড়ির নিকটবর্তী স্থান তারাপুর রাস্তার মোড়ে নেমে যায়।
এসময় একই সিএনজিতে থাকা যাত্রীবেশী লম্পট আল আমিনও তাকে টার্গেট ওই স্থানে নেমে যায়। তাৎক্ষনিক সেখানে কোন মানুষ না থাকায় লম্পট আল আমিন ওই ছাত্রীর গতিরোধ করে তারাপুর রাস্তার মাথায় নির্জন মাঠে নিয়ে প্রায় ঘন্টাখানেক আটকে রেখে ধস্তাধস্তি করে ধর্ষন চেষ্টা চালায়। এ সময় ওই ছাত্রী নিজ কৌশলে নিজের সম্ভ্রম রক্ষা করতে সক্ষম হলেও তাকে যথেষ্ট যৌন নিপীড়ন করে লম্পট আল আমিন। একপর্যায়ে ওই ছাত্রীর চিৎকার শুনে স্থাণীয়রা এগিয়ে আসলে লম্পট আল আমিন পালিয়ে যায়।
বিষয়টি ওই ছাত্রীর স্বজনদের জানানোর পর দ্রুত তারা ঘটনাস্থলে এসে ভিকটিমকে উদ্ধার করে লাকসাম থানায় গিয়ে অভিযোগ করে। ওই ছাত্রীর স্বজনরা দ্রুত লম্পট আল আমিনকে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
এ বিষয়ে লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজাম উদ্দিন জানান, ওই ছাত্রীকে ধর্ষন চেষ্টা করা হয়েছে। অভিযুক্ত আল আমিনকে গ্রেফতারের চেষ্টা চলছে।