কেফায়েত উল্লাহ মিয়াজী: নাঙ্গলকোটে বিনিময় বিতান নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ভোরে ডাকাত দল উপজেলার মৌকারায় এমএ আজিজ মার্কেটের ৪টি সিসি ক্যামেরা ভেঙ্গে প্রথম ও দ্বিতীয় তলার কলাপসিবল ও ইনডোর দরজাসহ মোট ১০টি তালা কেটে প্রায় ১৩ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
স্থাণীয় সূত্রে জানা যায়, উপজেলার মৌকারা গ্রামের দক্ষিণপাড়া এমএ আজিজ মার্কেটের প্রথম ও দ্বিতীয় তলা নিয়ে মেসার্স বিনিময় বিতান ও বিনিময় ক্রোকারীজ নামে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করেন মাস্টার নুরুল ইসলাম ও তার ছেলেরা। বিনিময় বিতান উপজেলাব্যাপী বিভিন্ন মালামাল পাইকারী বিক্রয় করে আসছে। আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ভোরে ডাকাতরা ওই ভবনের ৪টি সিসি ক্যামেরা ভেঙ্গে প্রথম ও দ্বিতীয় তলার কলাপসিবল ও ইনডোর দরজাসহ মোট ১০টি তালা কেটে প্রায় ১৩ লাখ টাকার মালামাল নিয়ে যায়।
দোকান মালিক মৌকারা গ্রামের আব্দুল আজিজের পুত্র মাস্টার নুরুল ইসলাম ফজর নামাজ পড়তে এসে ভবনে কোন তালা দেখতে না পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। পরে বিষয়টি নাঙ্গলকোট থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে থানার এসআই মফিজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে ব্যবসায়ী মাস্টার নুরুল ইসলামের ছেলে মনিরুল আলম থানায় লিখিত অভিযোগ করেছেন।
নাঙ্গলকোট থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। দোকানের মালিক পক্ষ লিখিত অভিযোগ করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।