এস.আই সুজন: লাকসামে সামাজিক-স্বেচ্ছাসেবী কর্মকান্ডে সাড়া জাগানো সংগঠন ‘ভিক্টোরি অব হিউম্যানিটি অর্গানাইজেশন’ এর উদ্যোগে শীতার্ত অসহায় নারী-পুরুষ ও শিশুর মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল ১২ জানুয়ারি লাকসাম পশ্চিমগাঁও নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণীর বাড়িতে বিভিন্ন এলাকা থেকে আগত বিপুল সংখ্যক শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিন অনুষ্ঠানে উপস্থিত থেকে শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন, সময়ের দর্পণ পত্রিকার নির্বাহী সম্পাদক ফারুক আল শারাহ, সিনিয়র রিপোর্টার শাহ নুরুল আলম, আবদুল্লাহ আল মাহমুদ খসরু, সংগঠনের সভাপতি ফয়সাল হোসেন বাপ্পী, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, কোষাধ্যক্ষ শামীম আহমেদ, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম সুজন, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, পরিবেশ ও পাঠাগার বিষয়ক সম্পাদক হাসান মাহমুদ রাজু, সদস্য ইমরান, নাজমুল, শিশির, মামুন, রিশাদ, রাকিব, হৃদয়, রাকিবুল, মোহাসিন, ওসমান, জুয়েল, মঞ্জুর প্রমূখ।
সংগঠনের সভাপতি ফয়সাল হোসেন বাপ্পী বলেন, প্রতিষ্ঠার পর থেকে ভিক্টোরি অব হিউম্যানিটি অর্গানাইজেশন মানবতার কল্যাণে নিবেদিতভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় লাকসামের বিপুল সংখ্যক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলছে। সামাজিক-স্বেচ্ছাসেবী কর্মকান্ডে সংগঠনটির পথচলা অব্যাহত থাকবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।