আমজাদ হাফিজ: লাকসামে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীর ক্ষমতায়ন শীর্ষক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ১৬ জানুয়ারি বিকেলে উপজেলার গোবিন্দপুর ইউনিয়েনর দোগাইয়া গ্রামের কাদির মেম্বারের বাড়িতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম সাইফুল আলমের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহব্বত আলী। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীর ক্ষমতায়ন বিষয়ে বক্তব্য রাখেন উপজেলা তথ্যসেবা কর্মকর্তা মোসাঃ রোকাইয়া হাসিনা।
সহকারী তথ্যসেবা কর্মকর্তা সাবিনা ইয়াসমিন ও জান্নাতুল ফেরদৌসি পরশমণির যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন শামীম ও ইউপি সদস্য মশিউর রহমান ইমন। উঠান বৈঠকে দোগাইয়া গ্রামের দেড় শতাধিক নারীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ক্যাপশন: লাকসামে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীর ক্ষমতায়ন শীর্ষক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মহব্বত আলী।