মো. সোহরাব হোসেন: নাঙ্গলকোটে শিক্ষক নেতা কাজী মোজাম্মেল হক নাঙ্গলকোট -লাকসাম সড়কে মক্রবপুর বাজারের পাশে এক সড়ক দুর্ঘটনায় পতিত হয়ে গুরুতরভাবে আহত হয়েছিলেন।
স্থানীয় সুত্রে জানা যায়,১৮ জানুয়ারি শনিবার সন্ধ্যায় লাকসাম থেকে সিএনজি যোগে বাড়িতে আসার পথে নাঙ্গলকোট থেকে আসা একটি পিকআপ সিএনজিকে ধাক্কা দিলে মক্রবপুর বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। এতে সিএনজিতে থাকা অন্যান্য যাত্রী সামান্য আহত হলেও কাজী মোজাম্মেল হক মারাত্মকভাবে আহত হন।সাথে সাথে ঘটনাস্থল থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত ডাক্তার তাকে কুমিল্লায় প্রেরণ করেন।পরে কুমিল্লা ট্রমা সেন্টারে ভর্তি করালে চিকিৎসক জানান তার একটি পায়ের দুটি হাঁড়ই ভেঙ্গে গেছে।জরুরী ভিতিত্তে দু চার দিনের মধ্যেই অপারেশন করাতে হবে।
কাজী মোজাম্মেল হক বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির কুমিল্লা জেলা শাখার প্রধান উপদেষ্টা, নাঙ্গলকোট উপজেলা শাখার সভাপতি, সাবেক বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতিন কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব, নাঙ্গলকোট উপজেলা প্রধান শিক্ষক সমিতির বর্তমান সিনিয়র সহ-সভাপতি ও মক্রবপুর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
সর্বশেষ বৃহস্পতিবার তার চিকিৎসার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, তার ডান পায়ের হাঁটুর নিচে দুটি হাঁড়ই ভেঙ্গে গেছে।দু-এক দিনের মধ্যেই অপারেশন করাতে হবে।তাই তার সুস্থ্যতার জন্য তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।