স্টাফ রিপোর্টার:
কুমিল্লার নাঙ্গলকোটে চাঁদা না দেয়ায় এক নিকাহ্ রেজিষ্টারকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। গতকাল শনিবার সকালে উপজেলার মগুয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত নিকাহ্ রেজিষ্টার নুরুল আলম ভূঁইয়া মগুয়া গ্রামের নুরুল হক ভ‚ঁইয়ার ছেলে। তিনি ঢালুয়া ইউনিয়ন নিকাহ্ রেজিষ্টার। গুরুতর আহত অবস্থায় তাকে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
নিকাহ্ রেজিষ্টার নুরুল আলম ভূঁইয়া জানান, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সন্ত্রাসীরা আমার কাছে চাঁদা দাবি করে। ওই সময় আমার কাছে টাকা না থাকায় পরে দিব বললে তারা আমার উপর ক্ষিপ্ত হয়। আজ শনিবার সকাল ৮টার দিকে আমি মৎস প্রজেক্টে কাজ করার সময় মগুয়া গ্রামের কবিরের ছেলে সন্ত্রাসী সৌরভ (২০), আব্দুল আউয়ালের ছেলে আব্দুল মান্নান (১৯) ও মোস্তফার ছেলে লিয়ন হোসেন (২০) আমার উপর সন্ত্রাসী হামলা চালায়।
তার অভিযোগ, সন্ত্রাসীরা তাকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে। তিনি সংজ্ঞাহীন হয়ে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
নাঙ্গলকোট উপজেলা নিকাহ্ রেজিষ্টার সমিতির সভাপতি কাজী রিয়াজ হোসেন বলেন, আমাদের সমিতির সদস্য ঢালুয়া ইউনিয়ন নিকাহ্ রেজিষ্টার নুরুল আলম ভূঁইয়ার উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাই। এ ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
এ বিষয়ে চেষ্টা করেও অভিযুক্তদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, এখনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।