স্টাফ রিপোর্টার: কুমিল্লার লাকসামে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় লাকসাম মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর পক্ষে এবং উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা-পৌরসভা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন, লাকসাম প্রেস ক্লাব, লাকসাম পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও সহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
সকাল ১০টায় হাউজিং এস্টেট দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগের উদ্যোগে কেককাটা উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লায়ন এনায়েত উল্লাহ এফসিএ এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইউনুছ ভূঁইয়া, পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, মহিলা ভাইস চেয়ারম্যান পড়শী সাহা, আওয়ামী লীগ নেতা অহিদুর রহমান মজুমদার, অ্যাডভোকেট রফিকুল ইসলাম হিরা প্রমূখ।
দুপুরে লাকসাম দৌলতগঞ্জ এতিমখানায় বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। পরে এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়।