কেফায়েত উল্লাহ মিয়াজী: কুমিল্লার নাঙ্গলকোটে আইডিয়াল ফ্রেন্ডস সোসাইটির (আইএফএস) নিজস্ব অর্থায়নে নাঙ্গলকোট বাজারের সকল ভ্রাম্যমাণ ও ক্ষুদ্র ব্যবসায়ী, রিক্সা, ভ্যান, সিএনজি চালিত অটোরিক্সা এবং ব্যাটারী চালিত অটোরিক্সা চলকদের মাঝে গতকাল বুধবার সেফটি হাত মোজা ও মাস্ক বিতরণ করা হয়। বিতরণ কালে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন আইএফএস পরিচালক বিশিষ্ট সংগঠক ও সমাজ কর্মী আমিনুল হক মাওলা, নাঙ্গলকোট প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন দুলাল, সাংবাদিক ও মানবাধিকার কর্মী কেফায়েত উল্লাহ মিয়াজী প্রমুখ। সেফটি হাত মোজা ও মাস্ক বিতরণ কালে সংগঠনটির পক্ষ থেকে সবার শরীরে জিবাণুনাশক স্প্রে ছিটানো ও সর্তকতা মূলক বিভিন্ন বিষয়ে অবহিত করা হয়।