হুমায়ুন কবির মানিক: করোনা ভাইরাসের কারণে সৃষ্ট সংকটময় পরিস্থিতিতে স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ ভূঁইয়া সোসাইটির উদ্যোগে কুমিল্লার মনোহরগঞ্জে হতদরিদ্রদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার উপজেলার মৈশাতুয়া গ্রামের শতাধিক পরিবারের মাঝে চাল, ডাল, তেল, আলুসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনবন্ধু ফারুক হোসেন রাজডা ভূঁইয়া। এসময় করোনা প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট এবং হ্যান্ডওয়াশও বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণের পর বাংলাদেশ ভূঁইয়া সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনবন্ধু ফারুক হোসেন রাজডা ভূঁইয়া বলেন, ‘করোনা ভাইরাসের বিপর্যয়কালে দেশব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে মৈশাতুয়া গ্রামের হতদরিদ্রদের মাঝে আমরা খাদ্যসামগ্রী বিতরণ করেছি। ইনশাআল্লাহ এ কার্যক্রম অব্যাহত থাকবে। মানবতার কল্যাণে বাংলাদেশ ভূঁইয়া সোসাইটি বদ্ধ পরিকর। যে যার সাধ্যমত হতদরিদ্রদের পাশে দাঁড়াতে আমি সমাজের বিত্তবানদের আহবান জানাচ্ছি।’ সংগঠনের সহ-সম্পাদক মোশারফ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, উপদেষ্টা পরিষদের সদস্য হারুনুর রশিদ ভূঁইয়া, আনোয়ার হোসেন দুলাল ভূঁইয়া, শাহাদাত হোসেন আলম ভূঁইয়া প্রমুখ।
ত্রাণ বিতরণে সার্বিক সহযোগিতা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আনোয়ার কবির ভূঁইয়া পুলক, সাংগঠনিক সম্পাদক তাহের উদ্দিন ভূঁইয়া, উপদেষ্টা নজরুল ইসলাম ভূঁইয়া, সৌদি আরব শাখার সভাপতি বোরহান উদ্দিন ভূঁইয়া অপু, কেন্দ্রীয় সহ-সভাপতি নাসির উদ্দিন ভূঁইয়া, শাহীন আলম ভূঁইয়া, যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া সোহাগ, মোঃ নাদিম উন নবি ভূঁইয়া পলাশ, সহ-সম্পাদক বিপ্লব ভূঁইয়া, ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট আজিম উদ্দিন ভূঁইয়া, লক্ষীপুর জেলা শাখার সভাপতি আল সবুজ ভূঁইয়া, নারায়নগঞ্জ জেলা শাখার সভাপতি আব্দুল গাফফার ভূঁইয়া রাসেল ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়া লিখন।