হুমায়ুন কবির মানিক: কুমিল্লার লাকসামে আবাসিক এলাকায় মুরগীর খামার স্থাপন ও পরিবেশ দূষণের দায়ে এক মুরগীর খামারের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকালে পৌর এলাকার সাতবাড়িয়া গ্রামে সোনিয়া পোল্ট্রি ফার্মের মালিক শাহআলমকে এ জরিমানা করা হয়।
সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ও স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে জনভোগান্তির বিষয়টি অবগত হন লাকসাম উপজেলা প্রশাসন। মঙ্গলবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় আবাসিক এলাকায় মুরগীর খামার স্থাপন এবং খামারের বর্জ্য ও মুরগীর বিষ্ঠা দ্বারা পরিবেশ দূষণের দায়ে খামারের মালিক শাহআলমকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহায়তা করে লাকসাম উপজেলা প্রাণিসম্পদ অফিসের ভেটেরিনারি সার্জন ও লাকসাম থানা পুলিশ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা বলেন, ‘করোনা ভাইরাস প্রতিরোধে পরিচ্ছন্ন পরিবেশ অত্যন্ত জরুরী। পরিবেশ দূষণ আইনত দন্ডনীয় অপরাধ। আবাসিক এলাকায় উন্মুক্ত ভাবে মুরগীর খামার পরিচালনার কারণে স্থানীয় বাসিন্দারা স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। পরিবেশ ও জনস্বাস্থ্যের কথা বিবেচনা করেই খামারের মালিক শাহআলমকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’
উল্লেখ্য, যত্রতত্র মৃত মুরগী ও মুরগীর বিষ্ঠা ফেলায় বাধা দেয়াকে কেন্দ্র করে গত শুক্রবার সোনিয়া পোল্ট্রি ফার্মে ইউনুছ মিয়া নামের ষাটোর্ধ্ব এক বৃদ্ধের উপর হামলার ঘটনা ঘটে। এতে ইউনুছ মিয়ার শরীরের বিভিন্ন স্থানে জখম হয় এবং বাম বাহুর হাঁড় ভেঙে যায়। আহত ইউনুছ মিয়া কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় খামারের মালিক শাহআলম, তার ছেলে শাকিল, সৈকত ও শাওনকে অভিযুক্ত করে লাকসাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ইউনুছ মিয়ার ছেলে বিল্লাল হোসেন। ষাটোর্ধ্ব বৃদ্ধের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে গত রোববার সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী।