স্টাফ রিপোর্টার: করোনা প্রকোপে ঘরে আটকে থাকা লাকসাম পূর্ব ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কুনি নরপাটি গ্রামের বেশকয়েকটি কর্মহীন, দুস্থ ও অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের স্বপ্নপূরণ করেছে স্বপ্নপূরী সংগঠন। বৃহস্পতিবার ওই ওয়ার্ডে কর্মহীন, হত-দরিদ্র, অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে সংগঠনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। মানব সেবায় গঠিত স্বপ্নপূরী সংগঠনের মানবতাপ্রেমী একদল তরুণ নিজ অর্থায়নে এসব জনসাধারণের মাঝে চাল, ডাল, আলু, আটা ও সাবান বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, ওয়ার্ড মেম্বার মোঃ শফিকুর রহমান, সংগঠনের সভাপতি মোঃ জাবেদ হোসেন, সহ-সভাপতি মুজিবুল বশর, সাধারণ সম্পাদক শামীম মাহমুদ, অর্থদাতা মোঃ জুয়েল তালুকদার, সমাজ সেবক মোঃ রবিউল হোসেন, ওয়ার্ড যুবলীগ সভাপতি জসিম উদ্দিন, সংগঠনের কোষাদক্ষ শাহাদাত হোসেন তুহিন, সদস্য মোঃ হাসান, পরান, শাকিল, মোজাম্মেল, পারভেজ ও রিয়াজ প্রমুখ।