কেফায়েত উল্লাহ মিয়াজী: কুমিল্লার নাঙ্গলকোটের আদ্রা দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল ওহাবের পারিবারিক অর্থায়নে ও সরকারী বরাদ্দ থেকে করোনাভাইরাসের কারণে কর্মহীন ও দরিদ্র প্রায় ৪’শ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী, সাবান ও জীবাণুনাশক বিতরণ করা হয়েছে। খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে, চাউল, ডাল, আলু, তৈল, পেঁয়াজ। বুধবার তিনি ইউনিয়ন পরিষদে কর্মহীন ও দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন। এছাড়া, গত এক সপ্তাহ যাবৎ চেয়ারম্যান আব্দুল ওহাব ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঘরে ঘরে গিয়ে খাদ্যসামগ্রী ও জীবাণুনাশক বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, চেয়ারম্যান আব্দুল ওহাব, ইউপি সদস্য হাসানুজ্জামান হোসেন, জামাল হোসেন, আব্দুল কুদ্দুস, আলমগীর হোসেন নান্টু, হাজেরা বেগম, দেলোয়ার হোসেন, জসিম উদ্দিন প্রমুখ। চেয়ারম্যানের উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন স্থানে ১১টি বেসিন বসিয়ে এলাকার মানুষকে হাত ধুয়ে জীবাণু মুক্ত হওয়ার ব্যবস্থা করেছেন এবং আদ্রা দক্ষিণ ইউনিয়নকে জীবাণু ম্ক্তু রাখতে নিয়মিত জীবাণুনাশক স্প্রে করে যাচ্ছেন।