স্টাফ রিপোর্টার: লাকসামের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক সফিকুর রহমান শিমু মানবিকতায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। করোনা পরিস্থিতিতে যে মুহুর্তে সমাজের নিম্নআয়ের শ্রমজীবি মানুষ ও গরীব-অসহায় মানুষের চরম দুর্দিন যাচ্ছে, ঠিক সেই মুহুর্তে তাদের পাশে খাদ্য সহায়তা নিয়ে দাঁড়িয়ে প্রশংসিত হয়েছেন। আজ বৃহস্পতিবার তিনি ব্যক্তিগত উদ্যোগে দেড় শতাধিক গরীব-অসহায় মানুষের মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন। প্রতিটি পরিবারের জন্য প্রদত্ত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল, চাল ৫ কেজি, আলু ২ কেজি, পেঁয়াজ ১ কেজি, মশুরের ডাল ১ কেজি, সাবান ১টি ও মাস্ক একটি। খাদ্যসামগ্রী বিতরণের পূর্বে তিনি সুবিধাবঞ্চিত সকলকে স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে এবং সাংবাদিকদের ফটোসেশনে যেন কারো মুখমন্ডল দেখা না যায় এজন্য মাস্ক পরিয়ে দেন। এমন ব্যতিক্রম উদ্যোগের প্রশংসা করেন উপস্থিত সচেতন মহল সহ সকলে।
আজ সকাল ১০টায় বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক সফিকুর রহমান শিমু তার মালিকানাধীন বি.এস টাওয়ার-২ এর ছাদে নিরাপদ দূরত্বে সুবিধাবঞ্চিত দেড় শতাধিক পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী পৌঁছে দেন। অত্যন্ত সুশৃঙ্খলভাবে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পেয়ে সকলেই খুশি। গরীব-অসহায় মানুষরা সহযোগিতা পেয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ব্যবসায়ী সফিকুর রহমান শিমুর জন্য প্রাণখুলে দোয়া করেন।
লাকসামের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক সফিকুর রহমান শিমু বলেন, চলমান করোনা পরিস্থিতিতে সমাজের সুবিধাবঞ্চিত অনেক মানুষকে অর্ধাহারে-অনাহারে থাকতে হচ্ছে। অনেকের কষ্টের কথা শুনে তাদের পাশে সামান্য সহযোগিতা নিয়ে দাঁড়ানোর পরিকল্পনা করি। আল্লাহ রাব্বুল আলামিন আজ পবিত্র শবে-বরাতের দিনে আমাকে সেই সুযোগটা করে দিয়েছেন। এজন্য মহান রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া জ্ঞাপন করছি। লাকসামের বিভিন্ন এলাকার বাছাইকৃত দেড় শতাধিক অতিদরিদ্র ও অসহায় পরিবার সমূহের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছি। ভবিষ্যতে যাতে আরো ব্যাপক আকারে সমাজের সমস্যাগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে পারি এজন্য সকলের দোয়া চাই। চলমান পরিস্থিতিতে তিনি সমাজের সকল ধর্ণাঢ্য ব্যক্তিদের সামর্থ অনুযায়ী সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর উদাত্ত আহবান জানান।