কেফায়েত উল্লাহ মিয়াজী: কুমিল্লার নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়নের শিবপুর ওয়ার্ডে নিজের পারিবারিক অর্থায়নে রাতের আঁধারে শিবপুর-খোশারপাড় গ্রামে করোনা ভাইরাসের কারণে কর্মহীন ও দরিদ্রদের ঘরেঘরে নগদ অর্থ, খাদ্যসামগ্রী ও জীবাণুনাশক সাবান পৌঁছে দিচ্ছেন মেম্বার মিজানুর রহমান। শনিবার দিবাগত রাতে ও শুক্রবার ওই ওয়ার্ডে প্রায় ২শ’ পরিবারের মাঝে এসব বিতরণ করেন তিনি। এ ছাড়াও তিনি ঘোষণা দিয়েছেন, ওই ওয়ার্ডে অনাহারী কেউ ফোন করলে বাড়ীতে খাদ্যসামগ্রী পৌঁছে দিবেন। বিতরণের সময় উপস্থিত ছিলেন পেরিয়া ইউপির ৮নং শিবপুর ওয়ার্ড সদস্য মিজানুর রহমান, ইউনিয়ন যুবলীগ নেতা চাঁন মিয়া তালুকদার, শিবপুর সমাজ কল্যাণ পরিষদ সভাপতি ইমরান হোসেন, শ্রীফলিয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুল হান্নান, মানবাধিকার কর্মী ও অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী সাফায়েত উল্লাহ মিয়াজী সোহেল প্রমুখ।