জহিরুল কাইউম ফিরোজ: ইদানিং পাল্লা দিয়ে সর্বত্র তৈরি হচ্ছে নানান সংগঠন। ঢাঁকঢোল পিটিয়ে যাত্রা শুরুর পর অবস্থা হয় তথৈবচ। খুঁজে পাওয়া যায় না তাদের। সবাই স্রোতে গা ভাসায় না। সস্তা জনপ্রিয়তার পিছে না ছুটে তিল তিল করে গড়ে তোলে নিজেদের অবস্থান।
কুমিল্লা জেলার লাকসাম উপজেলায় তেমনই এক সংগঠন প্রায় তিনবছর ধরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সদম্ভে। যার নেপথ্য নায়কদের প্রত্যেকেই সদ্য কৈশোর পেরুনো তরুণ। সংগঠনের নাম ভিক্টোরি অব হিউম্যানিটি অর্গানাইজেশন। বাংলা করলে অর্থ দাঁড়ায় মানবতার জয়। ২৯ শে মে ২০১৭ তে যাত্রা শুরুর পর সাড়ে তিনহাজার ব্যাগেরও বেশি রক্তদান করেছে সংগঠনের সদস্যরা।
লাকসাম উপজেলার শতাধিক স্কুল, মাদ্রাসা এবং কলেজে একযোগে মাদকের বিরুদ্ধে গণস্বাক্ষর গ্রহণ এবং ৪২টি মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা মিলিয়ে আয়োজন করে বিতর্ক উৎসব। ‘প্রজেক্ট নিজভূমে নিজরূপে’ নামক প্রকল্পের আওতায় গৃহহীন তিনজন বৃদ্ধ আর কয়েকজন হারিয়ে যাওয়া শিশুকে ফিরিয়ে দিয়েছে মায়ের কোলে। গতবছর ডেঙ্গুর সময়ে স্বেচ্ছাসেবীরা রেল স্টেশন, বাস স্ট্যান্ডের মতোন জনবহুল জায়গায় গঠন করে হেল্প ডেস্ক, মেডিকেল টিম। সুবিধাবঞ্চিত শিশুদের জন্য স্থাপন করেছে ভিক্টোরি স্কুল।
এছাড়া বৃক্ষরোপণ কর্মসূচী, সেলুন লাইব্রেরি গঠন, শহর পরিচ্ছন্নতা কর্মসূচী, দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদানসহ নানান সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম সফলতার সাথে সম্পন্ন করে আসছে সংগঠনটি। ২০১৭ সালে সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রায় ৪০০ বন্যাদুর্গত মানুষের পাশে ত্রাণ নিয়ে দাঁড়ানো সংগঠনটি গত বছর সহায়তা করেছে জামালপুরের ইসলামপুরে বন্যায় সর্বহারা ৬০০ মানুষকে। শুরুটা হয়েছিল রক্তদানের মাধ্যমে। এগিয়ে যাবার রাস্তায় বাঁধা আসাটা স্বাভাবিক। হতাশ হয়ে নুইয়ে পড়ার ভয় থাকে। মাথার উপর আস্থার ছাউনি, চারপাশে নির্ভরতার ঢাল হয়ে আছেন পৌরমেয়র অধ্যাপক আবুল খায়ের। কার্যনির্বাহী পরিষদের ১৫ জন পূর্ণাঙ্গ সদস্য ও শতাধিক রক্তদাতাকে অনুপ্রেরণা, উৎসাহ, পরামর্শে সাহস জুগিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। তিনি বলেন, ‘আজকের তরুণরাই আগামীর প্রাণ। নেতৃত্ব দেবে দেশকে। এদেরকে সন্তানের মতো আগলে রাখা আমাদের দায়িত্ব।’
মেয়রের সঙ্গে সুর মিলিয়ে একাত্নতা প্রকাশ করেছে সংগঠনের উপদেষ্টাবৃন্দ যেখানে রয়েছেন বিভিন্ন প্রবাসী, উপজেলা নির্বাহী অফিসারসহ সমাজের মান্যবর ব্যক্তিরা। ইতিমধ্যে সংগঠনটি পেয়ে গেছে সমাজসেবা অধিদপ্তরের অধীনে সরকারি নিবন্ধন। ২৬শে জুলাই ২০১৯ তারিখে জমকালো আয়োজনের মধ্য দিয়ে সংগঠনের সভাপতি ফয়সাল হোসেন বাপ্পীর হাতে সনদ তুলে দেন কুমিল্লা-৯ এর সাংসদ, সংগঠনের প্রধান উপদেষ্টা; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী জনাব তাজুল ইসলাম। ভিক্টোরি অব হিউম্যানিটি অর্গানাইজেশনের প্রতিটি সদস্য স্বপ্ন দেখেন মানবতার কল্যাণের। প্রকৃত সাংগঠনিক দক্ষতা আর আন্তরিকতার উদাহরণ তো এমনই হওয়া উচিত।