কাতার প্রতিনিধি: মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ কাতারে বর্তমানে দিন দিন বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। করোনা ভাইরাস নিয়ন্ত্রণে রাখতে কাতার সরকার বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছেন। তার মধ্যে একটি হলো কাতার জুড়ে সকল মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা। এই অবস্থায় কাতারের চিরচেনা ও বিপুল জনসমাগম কেন্দ্রীক সুক হারাজ মার্কেট বন্ধ করে দেয়া হয়। ফলে হাজার হাজার প্রবাসী বাংলাদেশীরা বেকার হয়ে পড়েছে। এছাড়া স্থানীয় ব্যবসায়িদের মধ্যেও বেশ উদ্বেগ ও উৎকন্ঠা দেখা যাচ্ছে।
সুক হারাজ এর বিশিষ্ট ব্যবসায়ী মুহান্নাদী গ্রুপের চেয়ারম্যান মোঃ এনামুল হক চৌধুরীর কোম্পানিতে শতাধিক শ্রমিক কাজ করেন। করোনার প্রভাবে বর্তমানে সবাই বেকার হয়ে পড়েছেন।
এনামুল হক চৌধুরী বলেন, পুরো বিশ্ব আজ করোনায় আক্রান্ত, এই মহামারী থেকে মহান আল্লাহ পৃথিবীর মানুষদের হেফাজত করুন। এছাড়া এভাবে যদি আমাদের সুক হারাজ এর ব্যবসা প্রতিষ্ঠান আরো কিছু দিন বন্ধ থাকে তাহলে আমরা কি করবো বুঝতে পারতেছিনা। এতোগুলা শ্রমিক বেকার হয়ে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান সব বন্ধ রয়েছে এই করোনা ভাইরাসের কারণে। আমার সকল শ্রমিকদের নিয়ে আমি বিশন দুশ্চিন্তায় আছি। শুধু আমার একা নয় এরকম আরও অনেকের প্রতিষ্ঠানও বন্ধ রয়েছে। আমি আশাবাদী দ্রুত সময়ে কাতার সরকার এই করোনা ভাইরাস নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে এবং আমরা পুনরায় নিজ নিজ অবস্থানে ফিরে যেতে পারবো।
কাতারে সর্বশেষ করোনা ভাইরাসে ৩৭১১ জন আক্রান্ত ও সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৪০৬ জন এবং মারা গেছেন ৭ জন।