জাগ্রত মানবিকতার স্বপ্নদ্রষ্টা তাহসীন বাহার সূচী মানুষের মনের ভাষা বুঝেন-বুঝেন কিভাবে মানুষকে ভালোবাসা যায়।তিনি একজন স্বপ্ন জাগানিয়া মানুষ।মানুষকে ভালোবেসে পাশে দাড়ান, স্বপ্ন দেখেন কুমিল্লার মানুষকে নিয়ে। তার সাথে একদল স্বপ্নবান তরুণ এগিয়ে যাচ্ছেন। রক্তদানে, রক্ত দিয়ে জীবন বাঁচানোর মহৎ কাজে। আজ বুধবার কুমিল্লা ধর্মসাগরপাড়স্থ নজরুল ইন্সটিটিউটে স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত মানবিকতার আয়োজিত রক্তদাতা সমাবেশে কুমিল্লা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তানভীর সালেহীন ইমন প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন।
সভাপতির বক্তব্য স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারন সম্পাদক তাহসিন বাহার বলেন, যারা তীব্র গরম- শীত উপেক্ষা করে রক্ত দিয়ে মানুষের পাশে দাড়ায় তারাই প্রকৃত মানুষ তারাই সংগঠক। আজ সেই রক্তদাতাদের প্রতি জাগ্রত মানবিকতার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো কৃতজ্ঞতা ও ভালোবাসা।
জাগ্রত মানবিকতার সক্রিয় সদস্য কায়সার জামান কায়সারের সঞ্চালনায় আলোচনা সভায় এসে জাগ্রত মানবিকতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন হার্টে সমস্যায় অসুস্থ থাকা কামরুল ও তার মা।
এছাড়াও অনুভুতি ব্যক্ত করেন রক্তদাতা তরুন তানিম, রক্তদাতা তরুনী শারমিন, সাংবাদিক হুমায়িন কবির রনি প্রমূখ।