আবুল কালাম আজাদ: মনোহরগঞ্জ উপজেলার উত্তর হাওলা ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মাঝে আজ সোমবার নগদ টাকা বিতরণ করেছেন উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং উপজেলা শিক্ষক সমিতির সভাপতি এস এম শেখ কামাল।এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামছুল আলম মজুমদার,ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা ইয়াকুব শরীফ, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মাষ্টার খোরশেদ আলম বাহার,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম পাটোয়ারী সোহেল, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারী সোহাগ,সহসভাপতি আবদুর রহমান,ইউনিয়ন যুবলীগ নেতা মহিন উদ্দিন,ইউনিয়ন ছাত্র লীগের সাধারণ সম্পাদক আবদুল হান্নান পাটোয়ারী প্রমুখ।
জানা যায় শেখ কামাল শৈশব থেকেই তিনি উদারমনা। বিভিন্ন উৎসব-আয়োজন,রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন ও প্রাকৃতিক দুর্যোগকালে প্রশংসনীয় ভূমিকা রেখে আসছেন। ব্যক্তিগত অর্থায়নে সমাজের নিম্নবিত্ত মানুষের প্রতিও তিনি মানবিক সহায়তার হাত বাড়ান। সম্প্রতি করোনা সংক্রমণের ক্রান্তিকালে জনসচেতনতা বৃদ্ধি ও হতদরিদ্রদের খাদ্যসংকট নিরসনেও তিনি নিরলস ভাবে সহযোগীতা করে যাচ্ছেন। উদার মানসিকতার জন্য স্থানীয় জনসাধারণের কাছে তিনি ব্যাপক প্রসংশিত।
সাম্প্রতিক সংকট উত্তরণ অবধি হতদরিদ্রদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে এস এম শেখ কামাল বলেন ‘বর্তমান পরিস্থিতি মোকাবেলায় সরকারের পাশাপাশি আমাদেরও দায়িত্ব রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এবং স্থানীয় সরকারমন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি মহোদয়ের নির্দেশনা বাস্তবায়নে আমি আমার সাধ্য মোতাবেক আজ দলীয় নেতা কর্মীদের পাশে দাড়িয়েছি। সমাজের একটি মানুষও অভুক্ত থাকুক, তা আমি চাই না। এখনই সময় আমাদের মনুষ্যত্বের পরিচয় দেয়ার। স্ব স্ব এলাকার বিপর্যস্ত মানুষের প্রতি মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিতে আমি সকল বিত্তবানদেরকে আহবান জানাচ্ছি।’ উল্লেখ্য :এস এম শেখ কামাল স্কুল জীবন থেকেই জাতির জনকের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্র লীগের রাজনীতির সাথে যুক্ত হয়ে ছাত্র লীগের বিভিন্ন দায়িত্ব পালন করেন।কর্ম জীবন মনোহরগঞ্জ স্কুল এন্ড কলেজের বিএসসি পদে যোগদানের পর উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়কের দায়িত্ব পালন করেন,পরে তিনি পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করেন।বর্তমানে তিনি লক্ষণপুর নূরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালনের পাশাপাশি উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং উপজেলা শিক্ষক সমিতির সভাপতি পদে দায়িত্ব পালন করছেন।