দুলাল মিয়া: কুমিল্লার নাঙ্গলকোটে কর্মহীন ও হতদরিদ্রদের মাঝে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ গোমকোট সমাজ কল্যাণ ইউনিট। বুধবার (২২-এপ্রিল) বিকালে উপজেলার গোমকোট গ্রামে পঞ্চাশ পরিবারকে এক মাসের খাদ্য ও ইফতার সহয়তা সামগ্রী বিতরণ করা হয়।
এ সহয়তা সামগ্রীর মধ্যে চাল, ডাল, আলু, তৈলসহ ইফতারি সামগ্রী রয়েছে। গোমকোট সমাজ কল্যাণ ইউনিটের প্রবাসি ও এলাকার তরুণ উদ্যোগে দুস্থ, অসহায়, দরিদ্র, কর্মহীন পঞ্চাশ পরিবারের মানুষকে খাদ্য ও ইফতার সামগ্রী দেয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, মৌকরা ইউপি সদস্য লোকমান হায়দার, সাবেক ইউপি মেম্বার হাাসানুজ্জামা, মাস্টার তাজুল ইসলাম, কামাল হোসেন, আলী আক্কাস, মাও. আবদুল হান্নান, মো. সুমন মজুমদার, কৃষি অফিসার বেলাল, মো. সোহেল রানা ও বেলাল তালুকদার প্রমূখ।