জানা যায়, অন্যান্য বছর বেরো মৌসুমে দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে দলে দলে ধান কাটার শ্রমিক এখানে আসতো। কিন্তু বর্তমান করোনা পরিস্থিতির কারণে ধান কাটার শ্রমিকের চরম সঙ্কট দেখা দেয়। বিষয়টি বিবেচনায় নিয়ে লাকসাম পৌর প্যানেল মেয়র-২ ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর আবদুল আলিম দিদার সমস্যাগ্রস্ত কৃষকদের ধান কেটে বাড়ি পৌঁছে দেয়ার সিদ্ধান্ত নেন। গতকাল মঙ্গলবার ও আজ বুধবার শতাধিক স্বেচ্ছাব্রতী তরুণ নিয়ে তিনি কয়েকজন কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছিয়ে মাড়াইও করে দেন।
সুবিধাভোগীরা জানান, বর্তমান করোনা পরিস্থিতি এবং শ্রমিক সঙ্কটের সময় ওয়ার্ড কাউন্সিলরের এমন ব্যতিক্রম উদ্যোগের জন্য আমরা তাঁর প্রতি কৃতজ্ঞ। আমরা এমন জনপ্রতিনিধিই চেয়েছিলাম।
লাকসাম পৌরসভার প্যানেল মেয়র-২ আবদুল আলিম দিদার বলেন, নির্বাচনের সময় জনগণকে সেবা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম। চলমান দূর্যোগে মানবিক সহায়তার মধ্য দিয়ে সে প্রতিশ্রুতিও পালন হলো। মানুষের এমন সেবা দিতে পেরে আমি গর্বিত।