কুমিল্লার লাকসামে করোনাভাইরাসে আক্রান্ত মসজিদের মুয়াজ্জিনকে নিখোঁজের প্রায় ৫ ঘন্টা পর অবশেষে উদ্ধার করা হয়েছে। তাৎক্ষনিক তাকে আইসলোশনে নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে। লাকসাম উপজেলা স্বাস্থ্য বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।
জানা যায়, লাকসাম পৌরসভার একটি মসজিদের অস্থায়ী মুয়াজ্জিনের শরীরে গত কয়েকদিন আগে করোনার উপসর্গ দেখা দেয়। খবর পেয়ে চারদিন আগে উপজেলা স্বাস্থ্য বিভাগের ‘করোনা র্যাপিড রেসপন্স টীম’ নমুনা সংগ্রহ করে আইডিসিআরে প্রেরণ করে মসজিদটি লকডাউন করে দেন। আজ বৃহস্পতিবার দুপুরে আইইডিসিআর থেকে প্রেরিত ওই মুয়াজ্জিনের রিপোর্ট পজেটিভ আসে। লাকসাম উপজেলা স্বাস্থ্য বিভাগ তাকে মসজিদে কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিতে বললেও তিনি দিনের বেলায় কৌশলে বাইরে গিয়ে ঘোরাঘুুরি করতেন। প্রতিদিনের ন্যায় আজও তিনি বাইরে থাকায় করোনা রিপোর্ট আসার পর উপজেলা স্বাস্থ্য বিভাগের ‘করোনা র্যাপিড রেসপন্স টীম’ তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়ার জন্য হন্যে হন্যে খুঁজতে থাকেন। কিন্তু তাকে পাওয়া যাচ্ছিল না। অবশেষে নিখোঁজের প্রায় ৫ ঘন্টা পর তাকে স্থানীয় একটি গ্যারেজ থেকে উদ্ধার করা হয়। তাৎক্ষনিক তাকে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসলোশনে নেয়া হয়। বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেয়া হচ্ছে। তার শারীরীক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।
উপজেলা স্বাস্থ্য বিভাগের ‘করোনা র্যাপিড রেসপন্স টীম’ এর অন্যতম সদস্য ডা. আবদুল মতিন লাকসামে নতুন একজন করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে তাকে আইসলোশনে নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে। তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে বাসা-বাড়িতে থাকার পরামর্শ দেন।