ডেস্ক রিপোর্ট: কুমিল্লার মনোহরগঞ্জে কৃষকের ধান কেটে মাড়িয়ে ঘরে তুলে দিল স্বেচ্ছাসেবী সংগঠন স্যোসাল হেল্প অর্গানাইজেশন এর স্বেচ্ছাসেবীরা। বৃহস্পতিবার দিনব্যাপী তারা উপজেলার খিলা ইউনিয়নের উল্লাপাড়া গ্রামের এক কৃষকের পাশে দাঁড়িয়ে সহায়তা করেন। এতে ওই কৃষকের মুখে হাসি ফুটে উঠে।
ধান কাটা ও মাড়াই কাজে অংশ নেন, সংগঠনের সভাপতি আশিকুর রহমান, মনির হোসেন, শাহাদাত হোসেন, আব্দুল কায়ুম, মহিন উদ্দিন, হৃদয় মজুমদার, সাইমুন হোসেন, মিনহাজুরুল ইসলাম সাকিল ও সাহাবুদ্দিন ভূঁইয়া। এর আগেও দুই দফায় তারা শ্রমিক সঙ্কটে পড়া কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দেন। তাদের এমন উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসিত হয়।
নাঙ্গলকোটে গড়ে উঠা স্যোসাল হেল্প অর্গানাইজেশন এলাকার সামাজিক ও স্বেচ্ছাসেবী কর্মকান্ডে প্রশংসনীয় ভূমিকা রেখে আসছে। মানবতার কল্যাণে সংগঠনটি নিষ্ঠার সাথে কাজ করে যাবে বলে জানান সংগঠনের সভাপতি আশিকুর রহমান।