স্টাফ রিপোর্টার: কুমিল্লার নাঙ্গলকোটে মানবিক সংগঠন সোস্যাল হেল্প অর্গানাইজেশন সার্বিক কর্মকান্ডে এলাকায় ব্যাপক সাড়া জাগিয়েছে। আজ মাহে রমজানের প্রথমদিনে চতুর্থ ধাপে সংগঠনের সেচ্ছাব্রতী সদস্যরা উপজেলার তুগুরিয়া গ্রামের সমস্যাগ্রস্ত কৃষকের ধান কেটে দিয়েছেন।
এ কার্যক্রমে অংশগ্রহণ করেন, সংগঠনের সভাপতি আশিকুর রহমান, সহ সভাপতি নাজমুল ইসলাম, প্রচার সম্পাদক আল ইকরাম অপু, সহ প্রচার সম্পাদক নেওয়াজ শরিফ, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আজিম, কোষাধ্যক্ষ শাওন মজুমদার, অন্যতম সদস্য মিনহাজুল আবেদীন শাকিল, সালমান আহমেদ রাকিব, সুমন হোসেন। তাদের এমন মানবিক কাজের প্রশংসা করেন এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
এ ধরনের কাজে সোস্যাল হেল্প অর্গানাইজেশন সবার আগে সবার পাশে এগিয়ে আসবেন বলে জানান সংগঠনের সভাপতি আশিকুর রহমান।