স্টাফ রিপোর্টার: কুমিল্লার মনোহরগঞ্জে বজ্রপাতে শাহজাহান মিয়া (৪৮) নামে এক রিক্সাচালকের মৃত্যু হয়েছে। নিহত ওই রিক্সাচালক উপজেলার মৈশাতুয়া ইউনিয়নের আশিরপাড় গ্রামের কালা মিয়ার ছেলে। গতকাল বুধবার বিকাল ৩টার দিকে উপজেলার আশিরপাড় নামক স্থানে এ ঘটনা ঘটে।
জানা যায়, রিক্সাচালক শাহজাহান মিয়া ওইদিন বিকেল সোয়া ৩টার দিকে বাড়ির পাশের মাঠ থেকে বোরো ধানের বোঝা আনছিলেন। এই সময় আকস্মিক বজ্রপাতে তিনি মারা যান। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
খবর পেয়ে মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা ঘটনাস্থল গিয়ে নিহত রিক্সাচালকের পরিবারকে নগদ ২৫ হাজার টাকা অনুদান প্রদান করেন।
মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা জানান, বজ্রপাতে মৃত্যুর কথা শুনে মরদেহ দেখতে গিয়ে জেলা প্রশাসকের ত্রাণ সহায়তা থেকে ওই মৃত ব্যক্তির পরিবারকে ২৫ হাজার টাকা প্রদান করা হয়েছে।