আবদুর রহিম বাবলু: “বদলে যাও বদলে দাও আলোকিত মানুষ হও” এই স্লোগান নিয়ে কুমিল্লা নাঙ্গলকোটে আমাদের আলোকিত সমাজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এ আর কামরুল ইসলাম পক্ষ থেকে অসহায় ও হতদরিদ্র ২২০ পরিবারের মাঝে পবিত্র মাহে রমজানের উপহার ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে রওশন রফিক একাডেমি মিলনায়তনে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এর আগে আমাদের আলোকিত সমাজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এ আর কামরুল ইসলাম পক্ষ থেকে করোনা পরিস্থিতিতে ঢাকা, চট্টগ্রাম ও নাঙ্গলকোটে ১৫০০ অসহায়, কর্মহীন পরিবারকে ত্রাণ সামগ্রী এবং গত তিনদিনে ৭০০ পরিবারকে পবিত্র মাহে রমজানের উপহার ইফতার সামগ্রী বিতরণ করেছেন। ইফতার সামগ্রীর প্রতি প্যাকেটে ছিলো চাল, আলু, টমেটো, মুড়ি, ছোলা ও পেঁয়াজ।
উপহার সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন, নাঙ্গলকোট শাখার সভাপতি কাউন্সিলর এমরান হোসেন বাহার, কাউন্সিলর ছাদেক হোসেন, সাধারণ সম্পাদক এ কে এম মারুফ হোসেন, সহ সভাপতি বদিউল আলম রাজু, সাইফুল ইসলাম স্বপ্নীল, মোঃ ইউসুফ আলী, হায়দার, ইন্জিঃ জসিম, আলী, ইব্রাহিম আল হাসান সবুজ, আনোয়ার, পলাশ, মামুন মজুমদার, আরেফিন সাগর, এ কে আজাদ, আকতারু জামান, আব্দুর রহিম বাবলু, মিল্লাদ হোসেন,মোঃ পারভেজ, সৌরভ প্রমুখ।
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এ আর কামরুল ইসলাম বলেন- আপনার বাসায় থাকুন-নিরাপদে থাকুন। আপনারা যাদের সামর্থ্য আছে প্রতিবেশীদের খোঁজ খবর নিন এবং তাঁদের পাশে দাঁড়ান। মধ্যবিত্ত পরিবারের পাশে আছি আমরা। ফোন করলেই গোপনীয়তা বজায় রেখে আমাদের আলোকিত সমাজের সদস্যবৃন্দ বাসায় বিনামূল্যে খাদ্যসামগ্রী পৌঁছে দিবেন। করোনা পরিস্থিতিতে ঢাকা, চট্টগ্রাম,নাঙ্গলকোটে ১৫০০ অসহায়, কর্মহীন পরিবারকে ত্রাণ সামগ্রী এবং গত তিন দিনে ৭০০ পরিবারকে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়েছে। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। শুধুমাত্র একটি ফোন কল কিংবা খুদে বার্তায় আমরা পৌঁছে দিবো আপনার প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিনা মূল্যে ও গোপনীয়তা বজায় রেখে। তিনি আরো বলেন- যারা আমাদের পাশে থেকে মানবতার কল্যাণে সহযোগিতা করতে চান তারা সহযোগিতা করতে পারেন। বিকাশ – 01816440588.