স্টাফ রিপোর্টার: সনাতন ধর্মাবলম্বী গোপাল সাহা লাকসাম বাজারের ব্যবসায়ী। চলোনা করোনা পরিস্থিতিতে সুবিধাবঞ্চিতদের সমস্যার কথা বিবেচনায় নিয়ে তাদের জন্য ইফতার আয়োজন করলেন তরুণ এ ব্যবসায়ী। লাকসামের সাড়া জাগানো সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভিক্টোরি অব হিউম্যানিটি’র আহ্বানে সাড়া দিয়ে তিনি মানবিক এ কাজে অংশ নিয়েছেন।
জানা যায়, ‘পবিত্র ইফতারে আমার আহার দুটি প্রাণ’ লাকসাম উপজেলার মানবিক সংগঠন ভিক্টোরি অব হিউম্যানিটি অর্গানাইজেশনের এ আহ্বানে সাড়া দিয়ে ৮নং ওর্য়াডের গোপাল সাহা সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে ইফতার তুলে দেন। একজন সনাতন ধর্মালম্বী হয়ে তার এ উদ্যোগে সাড়া পড়েছে।
গোপাল সাহা বর্তমান কোভিড-১৯ বিস্তারের পর থেকেই লাকসাম পৌরসভার ৮নং ওর্য়াডের করোনা প্রতিরোধ কমিটির সদস্য হিসেবে মুখ্য ভূমিকা রেখে চলছেন। গরীব, অসহায় ও কর্মহীন মানুষের মধ্যে ত্রাণ বিতরণ, লকডাউনে থাকা বাড়ি সমূহে জরুরি খাদ্যপণ্য পৌঁছে দেওয়া সহ বিভিন্ন ইতিবাচক কাজে সাড়া জাগাচ্ছেন।
এক প্রতিক্রিয়ায় গোপাল সাহা বলেন, চলমান পরিস্থিতিতে সুবিধাবঞ্চিত মানুষরা দূর্ভোগে পড়েছেন। মানবিক দিক বিবেচনায় তাদের জন্য ইফতারের আয়োজন করেছি। ভবিষ্যতে যাতে আরো বৃহৎ পরিসরে এমন মানবিক কাজে ভূমিকা রাখতে পারি এজন্য সকলের আশীর্বাদ প্রত্যাশী।