জানা যায়, পৌরসভার ৯নং ওয়ার্ডের কাদ্রা গ্রামের এক হতদরিদ্র কৃষক শ্রমিক সঙ্কটে পড়েন। বিষয়টি জানতে পেরে আজ শনিবার সেহেরী খাওয়ার পরপরই ওই কৃষকের ধান কেটে দিতে মাঠে নেমে ধান কেটে দেন ছাত্রলীগ নেতৃবৃন্দ। উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফরিদ উদ্দিনের নেতৃত্বে ধানাকাটা কার্যক্রমে অংশ নেন কুমিল্লা (দক্ষিণ) জেলা ছাত্রলীগে উপ-দপ্তর সম্পাদক গোলাম রাব্বী, লাকসাম নবাব ফয়জুন্নেছা কলেজ সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, রিমন, জাফর, রাসেল, ফয়সাল, রনি প্রমুখ নেতৃবৃন্দ। ইতোপূর্বে স্থানীয় ছাত্রলীগ নেতৃবৃন্দ অনেক হতদরিদ্র কৃষকের ধান কেটে দেন।
ছাত্রলীগ নেতা ফরিদ উদ্দিন জানান, বিশ্বব্যাপী মহামারী করোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এলজিআরডি মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এম.পি, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য নির্দেশে লাকসাম উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দদেরকে নিয়ে স্থানীয় হতদরিদ্র কৃষকের ধান কেটে দিচ্ছি। দেশের যে কোন প্রাকৃতিক দূর্যোগ সহ সামাজিক-স্বেচ্ছাসেবী বিভিন্ন কর্মকান্ডে ছাত্রলীগ মানবিকতায় ভূমিকা রাখছে বলে তিনি জানান।