কেফায়েত উল্লাহ মিয়াজী:
কুমিল্লার নাঙ্গলকোটের মাহিনী হক মৎস্য বীজ উৎপাদন খামারের প্রহরির উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। রবিবার রাত ৯টার দিকে হক মৎস্য খামারে এ ঘটনা ঘটে। খামারের প্রহরী রায়কোট উত্তর ইউনিয়নের কুকিরিখিল গ্রামের মীর হোসেন মীরু। স্থানীয় সূত্রে জানা যায়, কুকিরিখিল গ্রামের ইস্রাফিল , জাহাঙ্গীর ও নসু’র নেতৃত্বে ৫-৬ জন সন্ত্রাসী মীরুকে কুপিয়ে জখম করে । আহত মীর হোসেন মীরুকে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় নাঙ্গলকোট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।