কেফায়েত উল্লাহ মিয়াজি: কুমিল্লার নাঙ্গলকোটের বোড়রা গ্রাম আওয়ামীলীগ সভাপতি মুকবুল আহম্মেদ মিয়াজী ধনুকে পরিকল্পিত ভাবে হামলা চালিয়ে আহত করার অভিযোগ উঠেছে বক্সগঞ্জ ইউনিয়ন যুবদল সভাপতি জাকের হোসেন টিপুর বিরুদ্ধে। সোমবার বিকেলে এ হামলার ঘটনা ঘটে। একই দিন সন্ধ্যার পর ৫-৬ জন লোক নিয়ে দ্বিতীয় দফা হামলার চেষ্টা করে যুবদল নেতা টিপু। পরে এলাকাবাসী ধাওয়া করলে তারা পালিয়ে যায়।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বোড়রা গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে গ্রাম আ’লীগ সভাপতি মকবুল আহমেদ মিয়াজী ধনু অর্থমন্ত্রীর বরাদ্ধকৃত ত্রাণের তালিকার বিষয়ে অপর এক দলীয় কর্মীর সাথে কথা বলা অবস্থায় একই গ্রামের মৃত নুরুল হকের ছেলে ইউনিয়ন যুবদল সভাপতি জাকের হোসেন টিপু হঠাৎ করে এসে তাদের সাথে বাক বিতন্ডায় জড়িয়ে পড়ে। এর জেরে টিপু মুকবুল আহম্মেদ ধনুর উপর হামলা চালিয়ে আহত করে। পরে আবারো সন্ধ্যায় ৫-৬ জন লোক নিয়ে হামলা করার চেষ্টা করে।
আহত আ’লীগ নেতা মুকবুল আহম্মেদ ধনু বলেন, ‘তার সাথে আমার কোন বিরোধ নেই। সে হঠাৎ করে আমার উপর হামলা করে। সন্ত্রাসী বাহিনী পুন:রায় আমার বাড়ীতে এসে আমার উপর হামলার চেষ্টা করে। এলাকার লোকজন এসে তাদেরকে ধাওয়া করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’