স্টাফ রিপোর্টার: কুমিল্লার নাঙ্গলকোটের পেরিয়া ডেভেলপমেন্ট ফ্রেন্ডশিপ (পিডিএফ) এর উদ্যোগে মহামারি আকারে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে কর্মহীন ও দরিদ্র পরিবারে মাছ, মাংস ও তরকারি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার উপজেলার পেরিয়া ইউনিয়নের খোশারপাড় গ্রামের বেশকিছু পরিবারে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
পিডিএফ এর প্রতিষ্ঠাতা সাংবাদিক ও মানবাধিকার কর্মী বিশিষ্ট সমাজ সেবক কেফায়েত উল্লাহ মিয়াজীর ব্যবস্থাপনায় বিতরণে অর্থের যোগান দিয়েছেন তিনি ও তার ছোট ভাই প্রবাসী ব্যবসায়ী আব্দুল্লাহ আল নোমান।
এর আগে, গত ১৮ এপ্রিল শনিবার সাংবাদিক কেফায়েত উল্লাহ মিয়াজী তার পারিবারিক অর্থায়নে প্রায় ১০০ পরিবারে খাদ্য সামগ্রী ঘরে-ঘরে পৌঁছে দেন। বিতরণে সার্বিক তত্বাবধানে ছিলেন দৈনিক কুমিল্লার সংবাদের নির্বাহী সম্পাদক সাফায়েত উল্লাহ মিয়াজী। উপহার সামগ্রীতে ভিন্নতায় উপহার গ্রহীতারা বেশ খুশি।