স্টাফ রিপোর্টার: নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও সমাজ সেবক মাস্টার আখতারুজ্জামান মজুমদার (৯০) করোনায় আক্রান্ত হয়ে আজ রবিবার ভোর ৫টায় ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি………… রাজিউন)। তার গ্রামের বাড়ি উপজেলার বটতলী ইউনিয়নের নারায়ন ভাতুয়া। আজ সন্ধ্যার পর তাঁকে নাঙ্গলকোটে পারিবারিক কবরস্থানে অত্যনব্ত সতর্কতার সাথে দাফন করা হয়েছে।
জানা যায়, মাস্টার আক্তারুজ্জামান ঢাকার মিরপুরে ছেলের বাসায় বেড়াতে গিয়ে করোনায় আক্রান্ত হন। অবস্থার অবনতি হলে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোর ৫টায় তিনি ইন্তেকাল করেন। তিনি তিন ছেলে ও তিন মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। মরহুর শিক্ষক মাস্টার আখতারুজ্জামানের এক ছেলেও করোনায় আক্রান্ত হয়ে ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আখতারুজ্জামান দীর্ঘ ৪১ বছর যাবৎ ঐতিহ্যবাহী বক্সগঞ্জ উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন। ১৯৯৬ সালে তিনি শিক্ষকতা জীবন থেকে অবসর গ্রহন করেন। প্রবীণ এ শিক্ষকের মৃত্যুতে এলাকায় শোকের মাতম বইছে।