ফারুক আল শারাহ:
কুমিল্লার লাকসামে আরো দুইজনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়াল। নতুন আক্রান্তদের মধ্যে একজন স্থানীয় একটি প্রাইভেট হাসপাতালের ওটি ইনচার্জ। অন্যজন শহরের দক্ষিণ লাকসাম এলাকার বাসিন্দা। এ নিয়ে লাকসামে আক্রান্তের সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে। স্থানীয় স্বাস্থ্যবিভাগের করোনা র্যাপিড রেসপন্স টিম সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
জানা যায়, লাকসাম করোনা র্যাপিড রেসপন্স টিমের সদস্যরা সোমবার (১৮ মে) শহরের বাইপাস এলাকার লাইফ কেয়ার নামক প্রাইভেট হাসপাতালের ওটি ইনচার্জ ও দক্ষিণ লাকসাম (সাহাপাড়ার) চট্টগ্রাম ফেরত জনৈক বৃদ্ধের নমুনা সংগ্রহ করেন। আজ জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রেরিত রিপোর্টে দুইজনেরই করোনা রিপোর্ট পজিটিভ আসে। তাদের মধ্যে ওটি ইনচার্জের বয়স ২৩ বছর। তার বাড়ি পৌরসভার উত্তরকুল গ্রামে। তিনি করোনা আক্রান্ত কোন রোগীর সংস্পর্শে না গেলেও শরীরে জ্বর ও এলার্জি দেখা দেয়ায় স্বেচ্ছায় নমুনা দেন। অপর আক্রান্ত সনাতন ধর্মাবলম্বী এক বৃদ্ধ। তার বয়স ৬২ বছর। তিনি ১২/১৩দিন আগে চট্টগ্রাম থেকে আসার পর শুকনো কাশি দেখা দেয়। এ নিয়ে স্থানীয়দের মধ্যে সন্দেহ হলে তাকে নিয়ে অনেকে বিরূপ মন্তব্য করেন। পরে তিনি বিষয়টি নিশ্চিত হতে স্বেচ্ছায় নমুনা দেন। অবশেষে দুইজনেরই করোনা শনাক্ত হওয়ায় তাদেরকে তাৎক্ষনিক আইসলোশানে নিয়ে চিকিৎসা শুরু করেছে করোনা র্যাপিড টিমের সদস্যরা। নতুন আক্রান্ত দুইজনের বাড়ি ও ওটি ইনচার্জ যে হাসপাতালে কর্মরত ছিলেন ওই হাসপাতালটি লকডাউন করা হয়েছে।
লাকসাম করোনা র্যাপিড রেসপন্স টিমের অন্যতম সদস্য ও স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. মেহেদী হাসান জিতু নতুন দুইজনের করোনা রিপোর্ট পজিটিভ আসার বিষয়টি নিশ্চিত করে বলেন, লাকসামে এ পর্যন্ত করোনায় সর্বমোট ২৪ আক্রান্ত হয়েছেন। তাদের ৮জন সুস্থ হয়ে ওঠেছেন। অন্য ১৬ জনকে করোনা র্যাপিড রেসপন্স টিম নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দিয়ে আসছে। করোনায় আক্রান্ত কারও স্বাস্থ্যের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
লাকসাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবদুল আলী বলেন, করোনা থেকে রক্ষা পেতে সাবধানতার বিকল্প নেই। তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে বাসা-বাড়িতে থাকার পরামর্শ দেন। কারো শরীরে করোনা উপসর্গ দেখা দিলে তাৎক্ষনিক র্যাপিড রেসপন্স টিমকে অবহিত করতে তিনি সকলের প্রতি অনুরোধ জানান।