স্টাফ রিপোর্টার: বিএনপি’র সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দেশব্যাপী ঈদ সামগ্রী বিতরণের অংশ হিসেবে নাঙ্গলকোট উপজেলার পেড়িয়া ইউনিয়নের ২৭টি গ্রামের গরীব, অসহায় ও কর্মহীন মানুষের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য আবদুল গফুর ভূইয়া ও নাঙ্গলকোট উপজেলা উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি ও তরুণ বিএনপি নেতা আবু সায়েম আজাদের ব্যক্তিগত অর্থায়নে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। দলীয় নেতা-কর্মীরা উপহার সামগ্রী সুবিধাবঞ্চিত মানুষের ঘরে ঘরে পৌঁছে দেন। প্রতি পরিবারের জন্য ঈদ সামগ্রীর তালিকায় ছিল, চাল, ডাল, আলু, তৈল, পেঁয়াজ ও লবন।
বৃহস্পতিবার বিকেলে শ্রীফলিয়ায় বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পেরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা এ.বি.এম আবুল কাশেম, এয়াছিন মজুমদার, একরামুল হক, আব্দুল মান্নান মনু, ডা. ফয়েজ আহম্মেদ, যুবদল নেতা খান মোবারক, মাহবুবুর রহমান, মনির হোসেন, মাহমুদ, হুমায়ুন কবির, আফজাল হোসেন, মহসিন, ছাত্রদল নেতা সালাউদ্দিন ভূঁইয়া, সাফায়েত উল্লাহ মিয়াজী, ইউনিয়ন ছাত্রদল সভাপতি পারভেজ মজুমদার, সাধারণ সম্পাদক মাহফুজ আলম সরদার, ইউনিয়ন ছাত্রদল নেতা নেছার উদ্দিন, শাহাদাত মুন্সি, ফারুক প্রমুখ। একসাথে বিভিন্ন নিত্যপণ্যের ঈদ সামগ্রী পেয়ে গরীব, অসহায় ও কর্মহীন মানুষের মুখে হাসি ফোটে উঠে।
নাঙ্গলকোট উপজেলা উন্নয়ন পরিষদের সভাপতি ও তরুণ বিএনপি নেতা আবু সায়েম আজাদ সময়ের দর্পণকে বলেন- করোনাভাইরাসের প্রভাবের কারণে দেশের গরীব, অসহায় ও কর্মহীন মানুষের দুর্দিন যাচ্ছে। অনেকে লোকলজ্জার ভয়ে কারো কাছে হাত পাততেও পারছেন না। মানবিকতা নিয়ে এখনই মানুষের পাশে দাঁড়ানোর উৎকৃষ্ট সময়। দেশের এ দূর্যোগে বিএনপি’র সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের দলীয় নেতা-কর্মীদের সমস্যাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। ওই নির্দেশনা মোতাবেক আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি। করোনার সংক্রমণ থেকে রক্ষা পেতে তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে বাসা-বাড়িতে থাকার পরামর্শ দেন।